ডেস্ক রিপোর্টার, ৬জুলাই।।
শেখ হাসিনা দেশ ছাড়তেই পরিষ্কার হয়ে গিয়েছে খালেদা জিয়ার মুক্তির পথ।খুব শীঘ্রই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে জেল থেকে। এই বিষয়ে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। এ কথা রাষ্ট্রপতি নিজেই জানিয়েছেন। সোমবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি দেশটির তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের শেষে এই সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি মো.শাহাবুদ্দিন জানিয়েছেন, খুব দ্রুত বাংলাদেশের সাধারন নির্বাচনও সম্পন্ন করা হবে।রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন জানিয়েছেন, অনুষ্ঠিত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।
