#Tripura #Teliamura #artist#Janatar#Mashal



আর্থিক টানাপোড়েনের জন্য  ছেলেকে কি – বোর্ডের তালিম নেওয়ার ততটা ব্যবস্থা করতে পারেননি বাবা।


।।মা – বাবার সঙ্গে রাজদ্বীপ চৌধুরী।।

রাজদ্বীপের বাইক মেকানিক বাবা জানিয়েছেন, রাজ্য সরকার রাজদ্বীপকে সাহায্য করলে তার শিল্পী সত্তার আরো বিকাশ হবে। আর্থিক টানাপোড়েনের জন্য ছেলের জন্য অর্থ খরচ করতে পারেন নি তিনি। নিজের প্রতিভার গুণেই ছেলে রাজদ্বীপ মানুষের মন জয় করছে।

তেলিয়ামুড়া ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি।।
                 প্রকৃত প্রতিভা কখনো সুপ্ত থাকে না। কালের নিয়মে তার বহি: প্রকাশ ঘটবেই। তার জন্য অবশ্যই প্রতিভাকে নানান প্রতিবন্ধকতা জয় করতে হয়। এবং এই লড়াইয়ের মাধ্যমেই প্রতিভা খুঁজে নেয় তার গন্তব্যের পথ। সমাজে নিরন্তর চলছে এই প্রক্রিয়া। তারমধ্যেই কিছু কিছু প্রতিভা সমস্ত বাধা-বিপত্তিকে তুরি মেরে ফেলে দিয়ে সমাজ স্থাপন করে এক অনন্য নজির। তাদের এই লড়াইয়ের উপাখ্যান বাঁধানো থাকে সোনার ফ্রেমে।এমনই এক দৃষ্টান্ত খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার ব্রহ্মছড়ার ছোট্ট ছেলে রাজদ্বীপ চৌধুরী।
      

।।চোখ বেঁধে কি-বোর্ড বাজাচ্ছে রাজদ্বীপ।।

রাজদ্বীপ তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকেই রাজদ্বীপ কি-বোর্ড বাদক। পেশায় বাইক মেকানিক রাজদ্বীপের বাবা আর্থিক ভাবে প্রচন্ড অসচ্ছল। আর্থিক টানাপোড়েনের জন্য  ছেলেকে কি – বোর্ডের তালিম নেওয়ার ততটা ব্যবস্থা করতে পারেননি বাবা। তাতে কি? বাবার আর্থিক অসচ্ছলতার জন্য তো আর রাজদ্বীপের প্রতিভা থেমে থাকবে না? প্রতিভার স্ফুলিঙ্গ যে বেরিয়ে আসবেই।

রাজদ্বীপ নিজ থেকেই কি-বোর্ড বাজাতে বাজাতে ঝালিয়ে তুলেছে নিজের প্রতিভা।

রাজদ্বীপ নিজ থেকেই কি-বোর্ড বাজাতে বাজাতে ঝালিয়ে তুলেছে নিজের প্রতিভা। ইতিমধ্যে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যে  কি – বোর্ড বাদক হিসাবে নিজের একটা আলাদা পরিচিতি করে নিয়েছে। রাজদ্বীপের বাইক মেকানিক বাবা জানিয়েছেন, রাজ্য সরকার রাজদ্বীপকে সাহায্য করলে তার শিল্পী সত্তার আরো বিকাশ হবে। আর্থিক টানাপোড়েনের জন্য ছেলের জন্য অর্থ খরচ করতে পারেন নি তিনি। নিজের প্রতিভার গুণেই ছেলে রাজদ্বীপ মানুষের মন জয় করছে। তাই কি – বোর্ড বাদক হিসাবে রাজদ্বীপের আরো উন্নত প্রশিক্ষণের জন্য মুখ্যমন্ত্রীর সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *