তেলিয়ামুড়া ডেস্ক, ৩জুলাই।।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে চালু হবে তেলিয়ামুড়ার বহু কাঙ্খিত সাব-ডিভিশন কোর্ট। নিশ্চিতভাবে এই মহকুমা আদালত পথ চলা শুরু করলে গোটা তেলিয়ামুড়ার মানুষের। বৃহস্পতিবার ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিতের নেতৃত্বে এক উচ্চ পদস্থ প্রশাসনিক টিম তেলিয়ামুড়ার নির্মীয়মান কোর্টের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন খোয়াইয়ের জেলা আদালতের বিচারক প্রতিম দেববর্মা ও তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিত বলেন, তিনি সরে জমিনে পরিদর্শন করে গোটা বিষয় নিয়ে রিপোর্ট জমা করবেন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। কবে কখন আদালত আনুষ্ঠানিক ভাবে চালু হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিফ জাস্টিস। বিচারপতি পালিত তাঁর ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে গিয়ে বলেছেন, নির্মাণ কাজ প্রায় শেষের পথে।এই পরিস্থিতিতে সম্ভবত খুব তাড়াতাড়িই তেলিয়ামুড়া মহকুমা আদালতের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে।
