ডেস্ক রিপোর্টার,১ নভেম্বর।।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৬তম প্রতিষ্ঠা দিবস ও নব জওয়ান ভারত সভার ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে সূচনা হলো তিন দিন ব্যাপী বই উৎসবের। শনিবার শহরের ছাত্র – যুব ভবনে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।উদ্বোধন করেন অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত। বই উৎসব চলবে আগামী ৩ রা নভেম্বর পর্যন্ত।
ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সংগঠনের জিরানীয়া বিভাগ রক্তদান শিবিরে আয়োজন করেছে। তাছাড়াও বসে আকো প্রতিযোগিতা, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে রাজ্য ডিওয়াইএফ আই কমিটি।সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। ডিওয়াইএফআই কর্মীদের আশা দেশ ও রাজ্যের পরিবর্তনকামী লোকজন তাদের এই বই উৎসবকে সাদরে গ্রহণ করবে। এবং রাজ্য জুড়ে মিলবে ব্যাপক সাড়া।

