ডেস্ক রিপোর্টার,৮ অক্টোবর।।
                   কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল মগ্ন আগরতলা।মঙ্গলবার ভোর রাত থেকেই ক্ষণে ক্ষণে বৃষ্টি শুরু হয়েছে। এখনও আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে বৃষ্টি। এই অবস্থায় তিলোত্তমা আগরতলা  থৈথৈ করছে জলে। শহরের জল নিকাশি ব্যবস্থা দুর্বল থাকার কারণেই অল্প বৃষ্টিতেই আগরতলা শহর চলে যায় জলের দখলে। তবে আগরতলা শহরে থাকা পাম্প মেশিন সক্রিয় ভাবে কাজ করছে বলে দাবী পুর নিগম কর্তৃপক্ষের।
               বৃষ্টিতে আগরতলার এই করুন দৃশ্য নতুন নয়। এটা চিরাচরিত প্রথা হয়ে দাঁড়িয়েছে।সোমবার ছিলো কোজাগরি লক্ষী পূজা। স্বাভাবিক ভাবে মঙ্গলবার লক্ষী পুজোর পরদিন শহর ছিল প্রায় নির্জীব। বেশী মানুষ বাড়িঘর থেকে বের হয় নি।তুলনায় যানবাহনের সংখ্যাও ছিলো কম। প্রায় দোকানপাটই বন্ধ ছিলো।
         বুধবার সকাল থেকেই শহর ফিরে আসে নিজস্ব ছন্দে। মুষুল ধারে বৃষ্টির মধ্যেও শহরের কোলাহল কম ছিলো না।স্বাভাবিক ভাবেই জলমগ্ন আগরতলায় মানুষকে নিত্য দিনের কাজ করতে প্রচন্ড হ্যাপা পোহাতে হয়। জলমগ্ন শহরে ভিড়ের মধ্যেই আটকে যায় অ্যাম্বুলেন্স সব জরুরি পরিষেবার সঙ্গে জড়িত লোকজন।   আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বুধবার দিন ভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। স্বাভাবিক ভাবেই জলমগ্ন থাকবে গোটা শহর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *