তেলিয়ামুড়া ডেস্ক, ৩জুলাই।।
শরীরের নানান জায়গাতে গাঁজার প্যাকেট বেঁধে পাচারের সময় বহিঃ রাজ্যের তিন মহিলাকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার। ধৃত তিন মহিলা বিহারের বাসিন্দা।তাদের চলছে জিজ্ঞাসাবাদ। মহিলাদের কাছ থেকে প্রায় ১৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বাজার মূল্য প্রায় লক্ষ টাকার অধিক।জানিয়েছেন তেলিয়ামুড়া থানার মহিলা সাব-ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা।
তদন্তকারী মহিলা পুলিশ আধিকারিকের বক্তব্য, এদিন তারা জাতীয় সড়কে রুটিন মাফিক যানবাহন তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সময়ে আগরতলা থেকে আমবাসাগামী একটি ম্যাক্স গাড়িতে তল্লাশি করার সময় সন্দেহভাজন তিন মহিলাকে দেখতে পায়। গাড়ির তিন মহিলা যাত্রী পুলিশকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তখন পুলিশের সন্দেহ আরো তীব্র হয়। সঙ্গে সঙ্গে তাদের গাড়ি থেকে নামিয়ে থানায় নিয়ে আসে। সমস্ত আইন মেনে বহি: রাজ্যের তিন মহিলাকে থানার মহিলা পুলিশ কর্মীরা তল্লাশি করে। তখনই দেখা যায় তাদের পরিধেয় বস্ত্রের নিচে শরীরের সঙ্গে সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছে গাঁজার প্যাকেট। শেষে পুলিশ এই গাঁজার গাঁজার প্যাকেট সিজ করে । ধৃত তিন মহিলার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।