ডেস্ক রিপোর্টার,২৪ ডিসেম্বর।
দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মশত বর্ষ উপলক্ষ্যে দেশ ব্যাপী এক গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিন।এই জন্ম বার্ষিকী উপলক্ষে বুধবার আগরতলা সহ সারা রাজ্যে থাকা অটল বিহারী বাজপেয়ীর মূর্তি পরিষ্কার করে তাতে প্রদীপ প্রজ্বলন করার কর্মসূচি হাতে নিয়েছে শাসক দল বিজেপি। এদিন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাসের নেতৃত্বে আগরতলা ক্যান্সার হাসপাতালে থাকা অটল বিহারী বাজপেয়ীর মূর্তি পরিষ্কার করে দলের নেতা – কর্মীরা। এরপর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানানো হয়েছে। জানিয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস।
এই কর্মসূচিতে বিধায়ক ভগবান দাসের সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। বিধায়ক ভগবান দাস জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর্মসূচি জারি থাকবে।

