ডেস্ক রিপোর্টার,২৮ নভেম্বর।।
           গভীর আতঙ্কে রাজ্যের শাসক জোটের দ্বিতীয় শরিক তিপ্রামথা। আতঙ্ক কাকে নিয়ে? উত্তর বড় শরিক বিজেপিকে। এই আতঙ্কের অমোঘ বাণী শুনা গেলো খোদ তিপ্রামথার গুরুত্ব পূর্ণ নেতা তথ্য রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মার মুখে। শুধু তাই নয়, অনিমেষ স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রদ্যুৎ কিশোরকে সতর্ক করে দিয়ে বলেন, ” বিজেপির পরবর্তী টার্গেট তিপ্রামথা। বিজেপি আইপিএফটিকে গ্রাস করেছে। তিপ্রামথাকে গ্রাস করতে তাদের কত সময় লাগবে?” প্রসঙ্গ ক্রমে অনিমেষ কবর থেকে টেনে আনেন টিইউজেএস, আইএনপিটির কথা।বিজেপির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হলে প্রয়োজন থানসা । প্রত্যয়ের সঙ্গে দাবী করেন অনিমেষ।
     দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল গুলির সঙ্গে বিজেপির সম্পর্কের কথা টেনে এনে অনিমেষ বলেন, জাতীয় দলগুলি আঞ্চলিক দল গুলিকে শুধু ব্যবহার করে। আঞ্চলিক দল গুলি জাতীয় দলগুলির পার্টনার নয়। তারা হলো সোলজার। মহারাষ্ট্রের শিব সেনার প্রসঙ্গ টেনে অনিমেষ বলেন, বিজেপি তাদের হাত ধরে মহারাষ্ট্রে এসেছিল।এখন শিবসেনাকেই ছুঁড়ে ফেলে দিয়েছে।
   দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল গুলির ইতিহাস টেনে অনিমেষ বলেন, বিজেপির কাছে আঞ্চলিক দলগুলি টুলসের মতো। অনিমেষ দেববর্মার এই বক্তব্য থেকে স্পষ্ট, এই মুহূর্তে বিজেপির আতঙ্কে কাপছে মথা। তার জন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গোটা উত্তর – পূর্বাঞ্চলের জনজাতিদের মধ্যে একতার ডাক দিয়েছেন প্রদ্যুৎ কিশোর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *