ডেস্ক রিপোর্টার,৯ ডিসেম্বর।।
আগামী বছর রাজ্যের পাহাড় ভোট। এই ভোট কেন্দ্র করে চলছে রাজনৈতিক ভাঙ্গা – গড়ার খেলা।মঙ্গলবার ছামনু ও করমছড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি শিবিরে বড় ধাক্কা দিয়েছে প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা। এদিন ছামনু ও করমছড়া এই দুই মন্ডলের বিজেপির এক ঝাঁক নেতা যোগ দিয়েছে তিপ্রামথাতে। ভারতীয় জনতা পার্টির ২১ পরিবারের ৮৪জন ভোটার নেতা হাত মিলিয়েছেন প্রদ্যুতের সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন ছামনু কেন্দ্রের প্রাক্তন মন্ডল সভাপতি মোহন লাল চাকমা, করমছড়া মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক, জনজাতি মোর্চার প্রাক্তন সভাপতি সহ আরো অনেকে।জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তিপ্রামথার নেতা বৃষকেতু দেববর্মা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এডিসির সিইএম জানিয়েছেন, ২৩- র বিধানসভা নির্বাচনে তিপ্রামথার জন্যই ক্ষমতায় এসেছে বিজেপি। তারা ৪২ আসনে প্রার্থী দেওয়াতে বামেদের সঙ্গে ভোট বিভাজনের কারণেই বিজেপি ক্ষমতায় বসেছে।
আসন্ন এডিসি নির্বাচন কেন্দ্র করে জমজমাট রাজ্য রাজনীতি। সরকারের প্রধান দুই শরিক বিজেপি – মথার মধ্যে প্রায় রোজ চলছে বাক যুদ্ধ। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে দুই শরিকের জোট ধর্ম কত দিন বজায় থাকে তা উঠছে প্রশ্ন।

