তেলিয়ামুড়া ডেস্ক, ৭অক্টোবর ।।
বড়সড় সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এক বোলেরো গাড়ির চালক ও সহচালকের। ঘটনাটি মঙ্গলবার বিকেলে মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকায়। আসাম-আগরতলা জাতীয় সড়কে। ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন।
ধর্মনগর থেকে Tr-05F-1530 নম্বরের একটি পন্যবাহি বোলেরো পণ্য খালি করে তেলিয়ামুড়ার অভিমুখে আসছিল। ঠিক এই সময়ে বিপরীত অভিমুখ থেকে আসা দ্রুতগামী গাড়িকে সাইড দিতে গিয়ে মূল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পন্যবাহি বোলেরো। জাতীয় সড়কে বিকট শব্দ শুনে ছুটে আসে আশপাশের লোকজন ও টিএসআর জওয়ানরা। বোলেরোর চালক ও সহ চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনার পর জাতীয় সড়কে কিছুটা সময় যান চলাচল থমকে যায়। পরে অবশ্যই স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
