কদমতলা ডেস্ক,১৫ মার্চ।।
চব্বিশ ঘন্টার ব্যবধানে কদমতলায় ফের চুরিকান্ড সংঘটিত করলো নিশি কুটুম্বের দল। লুটে নিল স্বর্ণালংকার সহ নগদ অর্থ ও দামি মোবাইল ফোন। বিবরণে প্রকাশ,কদমতলা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার বাসিন্দা সত্যজিৎ শীল প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া সেরে পরিবার পরিজনদের নিয়ে ঘুমিয়ে পড়েন।রাত আনুমানিক দুইটা নাগাদ সত্যজিতের ছোট ভাই অরিজিৎ শীল ঘরের মধ্যে হঠাৎ শব্দ শুনতে পায়।

তখন সে চিৎকার চেঁচামেচি করলে ঘরের লোকজনরা ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের পেছনের দরজা খোলা অবস্থায় রয়েছে।তাছাড়া ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারির লকার ভাঙ্গা।তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানায়।খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে।এদিকে পুলিশি তদন্তে চোরের দলের এক জোড়া জুতো ও গৃহস্থের বসত ঘরের দরজার পর্দা উদ্ধার করে পুলিশ।

অপরদিকে গৃহস্থ জানান,চোরের দল ঘরের পেছনের দরজার ছিটকারি ভেঙে ঘরে প্রবেশ করে এবং ঘরে থাকা বিয়ের চার ভরি স্বর্ণ,নগদ ষাট হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে চোরের দল।তিনি আরো জানান,সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষ টাকার মতো হবে।তাছাড়া পুলিশ একটি চুরির অভিযোগ রুজু করেছেন।তবে টানা দু’দিন রাতে কদমতলা থানা এলাকায় পৃথক দুটি চুরির ঘটনায় গোটা থানা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।সাথে পুলিশি টহলদারি ও নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।