খোয়াই ডেস্ক, ১৩ অক্টোবর।।
অবৈধ ভাবে সীমান্ত টপকে আসা দুই বাংলাদেশীকে আটক করে উত্তম – মধ্যম দিলো জনতা। ঘটনা খোয়াই শহরের নৃপেণ চক্রবর্তী এভিনিউতে। ধৃত বাংলাদেশি নাগরিকরা হলো হাবিজুল মকবুল শেখ ও অমল চন্দ্র নাথ। তাদের সঙ্গে ছিলো পরিবারের লোকজন।পরে খবর পেয়ে ছুটে আসে খোয়াই থানার পুলিশ। বাংলাদেশী নাগরিকদের উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।মঙ্গলবার ধৃত দুই বাংলাদেশি সহ তাদের সঙ্গে থাকা প্রত্যেকেই আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তারা রয়েছে এমটিএফের হেফাজতে।
সম্প্রতি খোয়াই সীমান্ত দিয়ে ধারাবাহিক ভাবেই বাংলাদেশীদের আগমন ঘটছে। এর আগেও পুলিশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিলো। প্রশ্ন উঠছে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়ে।
