কৈলাসহর ডেস্ক,২৬ অক্টোবর।।
  সরকারী উন্নয়ন মূলক কাজের ঠিকাদারি বাণিজ্য নিয়ে কৈলাসহরে ফের সম্মুখ সমরে দুই গোষ্ঠী। তবে পুলিশের আগাম হস্তক্ষেপের কারণে জল বেশি দূর গড়ায় নি। অভিযোগ, ঠিকাদার আব্দুল মান্নান গোষ্ঠী ও স্থানীয় অপর এক ঠিকাদার গোষ্ঠী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ – পাল্টা আক্রমণের ছক কষে ছিলো। ঘটনা শনিবার দুপুরে।
              বিপক্ষ গোষ্ঠীর বক্তব্য, মান্নান গোষ্ঠীর লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করে। দীর্ঘ দিন ধরেই ঠিকাদার মান্নান গোষ্ঠী তাদেরকে নানান রকম হুমকি হুজ্জুতি দিচ্ছে।

       গোয়েন্দা মারফত কৈলাসহরের পুলিশ জানতে পারে ঠিকাদারি নিয়ে বড় ঘটনা ঘটতে পারে এদিন। এই কারণেই খোদ পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ নিয়ে এসেছিল জল কামান সহ বিশাল পুলিশ বাহিনী। অবশ্য পুলিশ সতর্ক থাকায় জল বেশিদূর গড়ায় নি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *