#Teliamura #Road #Acedient #National# Highway#JanatarMashal ।
তেলিয়ামুড়া ডেস্ক,৫ অক্টোবর।।
বৃষ্টি ভেজা দিনে ১৮ চাকার লরির সঙ্গে একটি বিস্কুট বোঝায় লরির সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা তেলিয়ামুড়ার বড়মুড়ার খামতিং বাড়ি এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয় বিস্কুটবাহি ছোট লরির চালকের। গুরুতর জখম হন এই গাড়িতে থাকা আরো একজন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জি বি হাসপাতালে। খবর লেখা পর্যন্ত পুলিশ তাদের নাম জানতে পারেনি। শনিবার দুপুরের এই ঘটনা কেন্দ্র করে প্রায় ঘন্টাখানেক জাতীয় সড়কে বন্ধ ছিল যান চলাচল।

পুলিশ জানিয়েছে এদিন দুপুর ২:৩০ টা নাগাদ আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল বিস্কুট বোঝাই টিআর ০১- এওয়াই-১৭৭৯ নম্বরের ছোট লরি। তখনই বিপরীত দিক থেকে আসছিল এনএল ০১- এএইচ-৩৪১১ নম্বরের ১৮ চাকার লরি। খামতিং বাড়িতে আসার পর ১৮ চাকার লড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি ধাক্কা দেয় বিপরীত মুখ থেকে আসা বিস্কুট বোঝাই ছোট লরিটিকে। ১৮ চাকার লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বিস্কুট বোঝাই গাড়িটি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনী। তারা রক্তাক্ত অবস্থায় বিস্কুট বোঝাই লরি থেকে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে একজন ছিলেন চালক । অপর জন ছিলেন তার পাশে। অগ্নি নির্বাপক বাহিনীর লোকজন সঙ্গে সঙ্গে উভয়কে নিয়ে যায় তেলিয়ামুড়া হাসপাতালে।

সেখানে বিস্কুট বোঝাই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরজনকে পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে। পুলিশ ক্ষতিগ্রস্ত দুইটি গাড়িকেই আটক করে এবং রুজু করে একটি মামলা।