ডেস্ক রিপোর্টার, ৬ ডিসেম্বর।।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে দুই যুবক আহত হওয়ার ঘটনা কেন্দ্র করে তপ্ত বক্সনগরের পুঁটিয়া সীমান্ত। আহত দুই যুবকের নাম সাদ্দাম হোসেন ও মাসুদ রানা।তাদের বাড়ি পুঁটিয়া সীমান্ত লাগোয়া । বর্তমানে তারা উভয়েই জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
আহত যুবক সাদ্দাম হোসেনের বক্তব্য, শনিবার সকালে সে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি গিয়েছিল গরু চড়াতে। তখনই বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তার সঙ্গে থাকা মাসুদ রানার শরীরেও বিএসএফের বুলেটের আঘাত লাগে।
শনিবার সকালের এই ঘটনার পর গ্রামবাসীরা উত্তেজিত হয়ে উঠে। তাদের অভিযোগ, বিএসএফ বিনা প্ররোচনায় গুলি করেছে। অন্যদিকে পুঁটিয়া সীমান্তে থাকা বিএসএফের বক্তব্য, সাদ্দাম হোসেন ও মাসুদ রানা উভয়েই সংশ্লিষ্ট এলাকার ডার্ক সাইটের পাচারকারী। ঘটনার দিন সকালে তারা পাচারের উদ্দেশ্যে গরু নিয়ে ভারত ভূখণ্ড থেকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে যাওয়ার চেষ্টা করেছিল।। প্রাথমিকভাবে বিএসএফ তাদেরকে সীমান্ত থেকে ফিরে আসার নির্দেশ দেয়। তারা বিএসএফের কথা কর্ণপাত করে নি। এরপর কর্তব্যরত বিএসএফ দুই যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

