ডেস্ক রিপোর্টার, ১২ অক্টোবর।।
শহর থেকে চুরি যাওয়া ব্রোঞ্জের মূর্তি ও মোবাইল সেট উদ্ধার পশ্চিম থানার পুলিশ। রামনগরের বাসিন্দা শুভঙ্কর কুন্ডুর বাড়ি থেকে পুলিশ চুরি যাওয়া মূর্তি গুলি উদ্ধার করেছে। সম্প্রতি রাম নগর এলাকার বাসিন্দা বাদল চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। এরপর তিনি পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছিলেন। এই মামলার তদন্তে নেমে পুলিশ দুই চোরকে গ্রেফতার করেছিল। পুলিশী হেফাজতে থাকাকালীন জেরার মুখে চোর চক্রের পান্ডারা তাদের অপরাধ কবুল করে।এবং জানায় শুভঙ্কর কুন্ডুর বাড়িতে তারা চুরি করে নিয়ে যাওয়া মূর্তি ও কয়েকটি মোবাইল সেট মজুত করেছে।ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ শুভঙ্কর কুন্ডুর বাড়িতে অভিযান চালিয়ে মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়েছে।জানিয়েছেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী।
