তেলিয়ামুড়া ডেস্ক, ৭ জুলাই।।
মাদক বিরোধী অভিযানের সাফল্য পেলে তেলিয়ামুড়া থানার পুলিশ! প্রাপ্ত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানা পুলিশ স্থানীয় রেল স্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে। তাদের নাম দ্বীপায়ন গোপ এবং অগ্রজিৎ গোপ। বাড়ি মোহনপুরে।গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান সংঘটিত করে এই সফলতা আসে। পুলিশের দাবি অনুযায়ী, রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকাতে এই দুই যুবকের সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে তাদেরকে আটক করে তল্লাশি করা হয়। তখনই কাছে পাওয়া যায় পাঁচ লক্ষাধিক টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয়।ধৃতদের নিয়ে আসা হয় তেলিয়ামুড়া থানায়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ব্রাউন সুগারগুলি মোহনপুরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ধৃত দুই যুবকের।