শাসক দল বিজেপির অভিযোগ, এই ঘটনার পেছনে কংগ্রেস – সিপিআইএমের উস্কানি রয়েছে।

।লণ্ডভণ্ড কৈলাসহর টিলাবাজার।(ছবি – নিজস্ব)

পুলিশের বক্তব্য, উত্তেজিত অন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ  পাল্টা মৃদু লাঠিচার্জ করে। এরপরও অন্দোলনকারীরা পিছু হটে নি।বরং তারা আরও আগ্রাসী মনোভাব নিয়ে পুলিশকে আক্রমণ করে।এরপর পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে জল কামানের ব্যবহার করে।শেষে বাধ্য হয় টিয়ার গ্যাসের সেল ছুঁড়তে।

কৈলাসহর ডেস্ক,১২ এপ্রিল।।

               ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বের হওয়া মহা মিছিল কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠে কৈলাসহর। বাধে পুলিশ ও  সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলনকারীদের মধ্যে খণ্ড যুদ্ধ। আন্দোলনকারীদের ছোড়া ইট – পাটকেলের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। পুলিশের পাল্টা লাঠিচার্জে আহত হয়েছেন আন্দোলনকারীরাও। পরিস্থিতি  সামাল দিতে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামানের ব্যবহার করেছে। শনিবার দুপুরের এই ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে কৈলাসহর।

মিছিলটি কৈলাসহর কুবঝার হয়ে মূল টাউনের দিকে অগ্রসর হতেই পুলিশ আন্দোলনকারীদের বারণ করে।

পূর্ব ঘোষনা অনুযায়ী ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে কৈলাসহরে মহা মিছিলের আয়োজন করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। এদিন দুপুরে মহা মিছিল শুরু হয় কৈলাসহর টিলাবাজার থেকে। মিছিলটি কৈলাসহর কুবঝার হয়ে মূল টাউনের দিকে অগ্রসর হতেই পুলিশ আন্দোলনকারীদের বারণ করে। এবং মিছিল বন্ধ করার নির্দেশ দেয়। তা মানতে রাজী হয় নি আন্দোলনকারীরা। তারা পর পর পুলিশের দুইটি ব্যারিকেড ভেঙ্গে মূল টাউনের উদ্দেশ্যে রওনা হয়।

।আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ কর্মী।(ছবি – নিজস্ব)

পুলিশের বক্তব্য, উত্তেজিত অন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ  পাল্টা মৃদু লাঠিচার্জ করে। এরপরও অন্দোলনকারীরা পিছু হটে নি।বরং তারা আরও আগ্রাসী মনোভাব নিয়ে পুলিশকে আক্রমণ করে।এরপর পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে জল কামানের ব্যবহার করে।শেষে বাধ্য হয় টিয়ার গ্যাসের সেল ছুঁড়তে।

শান্তি পূর্ন একটি মিছিল থেকে হঠাৎ কি করে অশান্তি ছড়িয়ে পড়লো?

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিআইজি রতিরঞ্জন দেবনাথ, ঊনকোটি জেলার পুলিশ সুপার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনার সময় অকুস্থলে উপস্থিত ছিলেন এসডিপিও জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী। পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গোটা কৈলাসহরে মোতায়েন করা হয় অতিরিক্ত আধাসামরিক বাহিনী। ডিআইজি রতিরঞ্জন দেবনাথ জানিয়েছেন, শান্তি পূর্ন একটি মিছিল থেকে হঠাৎ কি করে অশান্তি ছড়িয়ে পড়লো? তা খতিয়ে দেখবে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন।

পুলিশের লাঠি চার্জে আহত আন্দোলনকারী।(ছবি – নিজস্ব)

অন্দোলনকারীদের পাল্টা বক্তব্য, পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে শান্তি পূর্ণ মিছিলের উপর লাঠি চার্জ করেছে।

আগ্রাসী পুলিশের যুদ্ধ নিরোধক যান বজ্র।(ছবি – নিজস্ব)

অন্দোলনকারীদের পাল্টা বক্তব্য, পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে শান্তি পূর্ণ মিছিলের উপর লাঠি চার্জ করেছে। অনৈতিক ভাবে ব্যবহার করেছে জল কামান ও টিয়ার গ্যাস। 

।পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা বদরুজ্জামান।(ছবি – নিজস্ব)

শাসক দল বিজেপির অভিযোগ, এই ঘটনার পেছনে কংগ্রেস – সিপিআইএমের উস্কানি রয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তর ও ঊনকোটি জেলায় কংগ্রেস – সিপিআইএম ওয়াকফ সংশোধনী আইন নিয়ে লাগাতর আন্দোলন করছে।এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে।

#Tripura #Koilasahar #Waqf #Bill #JM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *