ডেস্ক রিপোর্টার,২৮ অগাষ্ট।।
“জনজাতি সম্প্রদায়ের কিছু অতি উৎসাহী যুবক বাঙালিদের টার্গেট করে নানান উস্কানি মূলক কথাবার্তা বলে থাকে। তাদেরকে এই ধরনের কথা বলার জন্য প্রদ্যুৎ কিশোর বলেন না। নিজেরাই পরিস্থিতি ঘোলাটে করার জন্য এই সমস্ত কথা বলে থাকেন।”- বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার শহরের ধলেশ্বরস্থিত ভাড়া বাড়িতে সাংবাদিক বৈঠক করে একথা বলেছেন তিনি। বিপ্লব কুমার দেবের বক্তব্য, জাতি – জনজাতি উভয় অংশের মানুষের উচিত জাতি বিদ্বেষী মন্তব্য দূরে থাকা। রাজ্য ও কেন্দ্রীয় সরকার জনজাতি উন্নয়নের জন্য কাজ করছে। জনজাতি যুবকদের উচিত কিভাবে তাদের আরো উন্নয়ন করা যায় তা নিয়ে চিন্তা করা।
অনুপ্রবেশকারী ইস্যুতে বিপ্লব কুমার দেব হিন্দু বাঙালিদের নাম উহ্য করে বলেন, বাংলাদেশেও মার খাবে, এদেশেও মার খাবে, এটা কখনও হতে দেবে না ভারতীয় জনতা পার্টি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরা এমন রাজ্য না, কেউ ইচ্ছা করলেই এখানে এসে জায়গা করে নেবে।
ত্রিপুরার ইন্দো – বাংলা সীমান্ত ইস্যুতে বিপ্লব কুমার দেব বলেন, রামনগর, সোনামুড়া, গণ্ডাছড়াতে কিছু কিছু জায়গাতে ফেন্সিং ছিলো না।আবার ফেন্সিং বসানো নিয়ে ঝামেলাও হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, হয়তো বা এখন ফেন্সিংয়ের কাজ শেষ হয়ে গেছে। তবে এই সংক্রান্ত বিষয়ে তার কাছে সর্বশেষ আপডেট নেই।
ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ টেনে বিপ্লব কুমার দেব বলেন, প্রতিবেশী দেশ থেকে হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান, জৈন , শিখ সম্প্রদায়ের লোকজন ভারতে এলে তাদেরকে জায়গা দেওয়া হবে।
