পথ অবরোধকারী গ্রামবাসীরা জানান, গোলকপুর এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড, সরোজিনী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের হালাইছড়া গ্রামে গত ২৬ সেপ্টেম্বর থেকে পানীয়জল সরবরাহ বন্ধ।গোলকপুর এডিসি ভিলেজের আয়রন রিমোভ্যাল প্ল্যান্ট থেকে এই দুইটি গ্রামে পানীয়জল সরবরাহ করা হয়ে থাকে।কিন্তু জল সরবরাহের পাইপ ফেঁটে যাওয়ায় বিপত্তি ঘটেছে।
কৈলাসহর ডেস্ক, ৭ অক্টোবর।। ছিঃ ছিঃ। এটাই কি সুশাসন? টানা ১২ দিন ধরে জল শূন্য গ্রাম। নেপথ্যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের খামখেয়ালিপনা। ঘটনা কৈলাসহরের গোলকপুরে। গ্রামবাসীরা বাধ্য হয়ে মঙ্গলবার সকালে পথ অবরোধ করে।স্বাভাবিক ভাবেই সংশ্লিষ্ট রুটে বন্ধ হয়ে যায় যান চলাচল। পথ অবরোধকারী গ্রামবাসীরা জানান, গোলকপুর এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড, সরোজিনী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের হালাইছড়া গ্রামে গত ২৬ সেপ্টেম্বর থেকে পানীয়জল সরবরাহ বন্ধ।গোলকপুর এডিসি ভিলেজের আয়রন রিমোভ্যাল প্ল্যান্ট থেকে এই দুইটি গ্রামে পানীয়জল সরবরাহ করা হয়ে থাকে।কিন্তু জল সরবরাহের পাইপ ফেঁটে যাওয়ায় বিপত্তি ঘটেছে।
তারপরও দুর্গাপূজা ও শ্রমিক স্বল্পতার অজুহাত দেখিয়ে টালবাহানা করছে।
গ্রামবাসীদের বক্তব্য, তারা জল কষ্টের কথা বারবার জানিয়েছেন, স্থানীয় পঞ্চায়েতের মাতব্বর ও পাম্প অপারেটরকে। কিন্তু সমস্যা সেই তিমিরেই থেকে যায়। জল কষ্টে ভুগতে থাকে গ্রামের লোকজন। আন্দোলনকারীরা স্পষ্ট ভাবেই জানিয়েছেন, ” পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিক থেকে সাধারণ কর্মী সবাই তাদের সমস্যা সম্পর্কে অবগত। তারপরও দুর্গাপূজা ও শ্রমিক স্বল্পতার অজুহাত দেখিয়ে টালবাহানা করছে।”
গ্রামবাসীদের ভাষায় ফেটে যাওয়া জলের পাইপ মেরামত করতে মাত্র এক ঘণ্টা যথেষ্ট।
গ্রামবাসীদের ভাষায় ফেটে যাওয়া জলের পাইপ মেরামত করতে মাত্র এক ঘণ্টা যথেষ্ট। কিন্তু ১২ দিনেও তারা সমস্যার সমাধান করতে পারে নি।এর ফলে জল শূন্যতায় ভুগতে থাকে গ্রামের লোকজন। বাধ্য হয়েই মহিলারা খালি কলসি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এদিন পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসে পুলিশ – টিএসআর সহ পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের লোকজন। জলের জন্য হাহাকার লেগে যাওয়া গ্রামবাসীদের বুঝিয়ে সুজিয়ে পথ অবরোধ প্রত্যাহার করে।