#Tripura#Agartala #winter #season#Janatar#Mashal

     শীত নিস্প্রভ হতেই একটু একটু করে
নিজের হাত শক্ত করতে শুরু করেছে গরমও।

কিন্তু হঠাৎ-ই ছন্দ পতন.। খুঁড়িয়ে খুঁড়িয়ে ডিসেম্বর, জানুয়ারি পার করলেও ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই নিজেকে আত্মসমর্পণ করতে মরিয়া হয়ে উঠেছে শীত।

ডেস্ক রিপোর্টার, ২ফেব্রুয়ারি।।
              ওয়ার্ম আপ (Warm-up)  দেখে আশায় বুক বেঁধেছিল রাজ্যবাসী। মনে হচ্ছিল ইনিংসটা বোধহয় ভালোই যাবে। কিন্তু সবাইকে এক প্রকার হতাশ করে দিয়েই একেবারে সাদামাটা ভাবে এবছরের মতো নিজের ইনিংস শেষ করল শীত।
শেষ বার গরম যেভাবে নিজের দাপট দেখিয়েছিলো অনেকেই মনে করেছিল শীতও কোনও অংশে কম যাবে না,। প্রথম দুই একদিনের পারফরমেন্স দেখে মনেও হচ্ছিল তাই, প্রতিদিন সন্ধ্যার সাথে সাথেই কুশশার চাদরে ঢেকে গিয়েছিল গোটা আগরতলা শহর সহ রাজ্যের অন্যান্য এলাকা । কিন্তু হঠাৎ-ই ছন্দ পতন.। খুঁড়িয়ে খুঁড়িয়ে ডিসেম্বর, জানুয়ারি পার করলেও ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই নিজেকে আত্মসমর্পণ করতে মরিয়া হয়ে উঠেছে শীত।



এদিকে ঝোপ বুঝে কোপ দিয়েছে গরমও। শীত নিস্প্রভ হতেই একটু একটু করে নিজের হাত শক্ত করতে শুরু করেছে গরমও। গত দু’তিন দিন ধরেই বাড়ছে তাপমাত্রার পারদ।রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রী সেলিয়াস এর কাছাকাছি। আগামী কয়েকদিন তা আরও বাড়তে পারে বলে দাবি হওয়া অফিসের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *