#Tripura #Police #Amtali #ONGC#Janatar Mashal
ডেস্ক রিপোর্টার,১৩ অক্টোবর
শহর সংলগ্ন ওএনজিসি এলাকায় পরিকল্পিত ভাবে নিজের স্ত্রী ও শাশুড়িকে খুন করে এক জামাতা। খুনি জামাতার নাম সমরজিৎ চৌধুরী। ঘটনা রবিবার ভোরে। খুন হওয়া গৃহবধুর নাম তনুশ্রী আচার্য ও তার মা’র নাম সোমা আচার্য। পুলিশ খুনি সমরজিৎ চৌধুরীকে গ্রেফতার করেছে। তার মূল বাড়ি মধুপুর থানার অন্তর্গত খামারহাটি এলাকায়। কিন্তু সে থাকতো শ্বশুর বাড়িতে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গৃহবধুর তনুশ্রী ও তার মা সোমা পুজা দেখতে বেরিয়ে ছিলেন। রবিবার ভোরে তারা ফিরে আসেন বাড়িতে। তখনই আচমকা বাড়িতে থাকে দা দিয়ে সমরজিৎ তার শাশুড়ি সোমা আচার্যকে আঘাত করে। এই ঘটনা দেখে চমকে উঠেন তার স্ত্রী তনুশ্রী। এবং প্রতিরোধ গড়ে তুলেন।তখন তনুশ্রীকেও দা দিয়ে আঘাত করে সমরজিৎ। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সোমা ও তার মেয়ে তনুশ্রী। তাদের মৃত্যু নিশ্চিত করে বাড়ি থেকে পালিয়ে যায় সমরজিৎ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ। তারা রক্তাক্ত সোমা ও তনুশ্রীকে উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে। আমতলী থানার পুলিশ খুনি সমরজিৎকে গ্রেফতারের জন্য মধুপুরে জাল বিস্তার করে। স্থানীয় পুলিশের সহায়তায় শেষ পর্যন্ত আমতলী থানার পুলিশ সমরজিৎকে গ্রেফতার করে পারিবারিক ঝামেলার জের ধরেই সমরজিৎ তার স্ত্রী ও শাশুড়িকে খুন করেছে। এটা ছিলো পূর্ব পরিকল্পিত মাফিক।