ডেস্ক রিপোর্টার, ১লা সেপ্টেম্বর।।
সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা অন্যতম একটি স্তম্ভ। এই ক্ষেত্রে গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পঞ্চায়েতগুলিকে আরো শক্তিশালী করতে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে বর্তমান রাজ্য সরকার। বক্তা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সোমবার এডি নগরে পঞ্চায়েত রিসোর্স সেন্টারে দুদিনব্যাপী পঞ্চায়েতী রাজ দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন তিনি।এদিন মুখ্যমন্ত্রী আধিকারিকদের উদ্দেশ্যের বলেন , আপনাদের উচিত জনগণের প্রতি আরো দায়বদ্ধ হয়ে কাজ করা। মুখ্যমন্ত্রী বক্তব্য, ই-অফিস উদ্যোগ পঞ্চায়েতের কাজে আরো স্বচ্ছতা ও গতি এনেছে। এর ফলে সঠিক সময়ে পরিষেবা পাচ্ছেন গ্রামীণ জনগণ।
