ডেস্ক রিপোর্টার,৩০ নভেম্বর।।
রাতের আগরতলায় তাণ্ডব চালানো ধৃত নয় জনজাতি যুবককে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে থাকবে তারা।
সম্প্রতি তিপ্রামথা ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর বলেছিলেন, যুবকরা ভুল করবে, ভুল থেকে শিক্ষা নেবে। তারা যা খুশি তা করতে পারে। তবে পাশে থাকবেন তিনি। প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই গত ২৮ নভেম্বর রাতে আগরতলা শহরে তাণ্ডব চালায় নয় জনজাতি যুবক। তারা রাস্তায় থাকা ট্রাফিক দপ্তরের মিরর চুরি করে নিয়ে যায়। ভাঙচুর করে রাস্তায় থাকা ফ্লেক্স,ফেস্টুন। এই ঘটনা ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। এর পর এনসিসি থানার পুলিশ একটি পৃথক মামলা দায়ের করে। এই মামলার প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করে নয় জনজাতি যুবককে।ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ তিন দিনের রিমান্ডের আবেদন জানায়। কিন্তু আদালত ধৃত যুবকদের জেল রিমান্ডে পাঠিয়ে দেয়।জানিয়েছেন সরকারি আইনজীবী দিলীপ দেবনাথ।
রাজনীতিকরা বলেছেন, প্রদ্যুৎ কিশোরের বক্তব্যের জের ধরেই জনজাতি যুবকরা এই ঘটনা সংগঠিত করেছে। এটা থেকে প্রমাণিত নেতাদের কথায় কিভাবে প্রভাবিত হয়ে থাকে যুব সম্প্রদায়?

