ডেস্ক রিপোর্টার,৮ আগস্ট।।
প্রদেশ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলার ঘটনা কেন্দ্র করে রাজ্য এলেন বাংলার তৃণমূল নেতৃত্ব। বুধবার সকালের বিমানে কলকাতা থেকে আগরতলায় উড়ে এলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। দুই সাংসদ সায়নী ঘোষ ও সুস্মিতা দেব সহ আরো কয়েকজন। মোট পাঁচ সদস্যের প্রতিনিধি দল আসেন আগরতলা বিমান বন্দরে।
এমবিবি বিমান বন্দরে নেমেই তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ অভিযোগ করেন, তৃণমূল ভবনে যাওয়ার জন্য বিমান বন্দরে চারটি গাড়ি নিয়ে আসা হয়। কিন্তু পুলিশ জানিয়ে দেয়, একটি গাড়িতে করেই তাদেরকে পৌঁছাতে হবে তৃণমূল কংগ্রেস ভবনে। একটি গাড়ি করে কিভাবে এতো লোক যাবে? কুনাল নিজেই এই প্রশ্ন উত্থাপন করে বলেন, পুলিশ গাড়ির ব্যবস্থা না করলে তারা হেঁটে হেঁটে চলে যাবেন তৃণমূল কংগ্রেস ভবনে।
তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেন, এর আগেও বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হয়েছে তৃণমূল। বিজেপির কোনো চরিত্র পরিবর্তন হয় নি।
এদিকে বাংলার তৃণমূল নেতাদের আগরতলার আগমন নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির বিধায়ক তথা প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা নাটক মঞ্চস্থ করতে রাজ্যে এসেছেন।
