বুধবার ভগবান দাসের নেতৃত্বে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের মাছমারা–কৃষ্ণাটিলা এলাকায় সিপিআইএম ও কংগ্রেস দুই মিত্র শক্তির শিবিরে দফাওয়ারি রাজনৈতিক হামলা করে বিজেপি। উভয় শিবিরের মোট ৫৫ জন ভোটারকে নিজেদের শিবিরে নিয়ে আসেন বিধায়ক ভগবান দাস। তিনি নিজেই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন।
ডেস্ক রিপোর্টার, ২১ জানুয়ারি।।
দরজায় কড়া নাড়ছে এডিসি নির্বাচন। তার আগে রাজ্যের পাহাড়ে চলছে ভাঙ্গা – গড়ার খেলা। এই আবহে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে ধারাবাহিক ভাবে বিরোধী শিবিরে হানা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। নেতৃত্বে স্থানীয় বিধায়ক ভগবান দাস।
বুধবার ভগবান দাসের নেতৃত্বে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের মাছমারা–কৃষ্ণাটিলা এলাকায় সিপিআইএম ও কংগ্রেস দুই মিত্র শক্তির শিবিরে দফাওয়ারি রাজনৈতিক হামলা করে বিজেপি। উভয় শিবিরের মোট ৫৫ জন ভোটারকে নিজেদের শিবিরে নিয়ে আসেন বিধায়ক ভগবান দাস। তিনি নিজেই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন।
যোগদান সভায় ভগবান দাস বক্তব্য, দিতে গিয়ে বলেন, ” কংগ্রেস – সিপিআইএম মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো। মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সাধারণ মানুষকে ফিরিয়ে দিয়েছে তাদের হারানো সেই মৌলিক অধিকার।
মোদী সরকারের নানান জনমুখী প্রকল্পের তথ্য সমৃদ্ধ চিত্র তুলে ভগবান দাস বুঝিয়ে দিয়েছেন, বিজেপি সরকার কিভাবে মানুষকে মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে?
পাবিয়াছড়া কেন্দ্রে ধারাবাহিক ভাবেই লোকজন বিরোধী শিবির ছেড়ে চলে আসছেন ভাজপা শিবিরে। তাতে আসন্ন এডিসি নির্বাচনে পাবিয়াছড়া কেন্দ্রে রাজনীতির জমি থেকে ফসল তুলতে সক্ষম হবে বিজেপি। বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

