ভগবান দাস বলেন, আগামী বছর আসন্ন এডিসি নির্বাচনে রাজ্যের পাহাড়ে ফত ফত করবে ভারতীয় জনতা পার্টির বিজয় পতাকা।কারণ এডিসি নির্বাচনে একক ভাবেই ক্ষমতা দখল করবে ভারতীয় জনতা পার্টি।

ডেস্ক রিপোর্টার ,৪ ডিসেম্বর।।
        ২০২৮ সালে ত্রিপুরার রাজনীতিতে হ্যাট্রিক করবে ভারতীয় জনতা পার্টি। কেউই বিজেপিকে আটকাতে পারবে না। প্রচণ্ড আত্ম বিশ্বাসের সঙ্গে একথা বলেছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। বুধবার বিশ্রামগঞ্জে ও বিহারের বিজয় সমাবেশ অনুষ্ঠানে একথা বলেছেন তিনি।
       ভগবান দাস বলেন, আগামী বছর আসন্ন এডিসি নির্বাচনে রাজ্যের পাহাড়ে ফত ফত করবে ভারতীয় জনতা পার্টির বিজয় পতাকা।কারণ এডিসি নির্বাচনে একক ভাবেই ক্ষমতা দখল করবে ভারতীয় জনতা পার্টি।

মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। কিন্তু তা হয় নি।

পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বিধায়ক ভগবান দাস বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। কিন্তু তা হয় নি।২৬- র প্রথম দিকে পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে উড়বে ভারতীয় জনতা পার্টির বিজয় পতাকা। তখনও এই রাজ্যের বুকে ঘটা করে পালিত হবে বিজয় সমাবেশ।


এই রাজ্যের রাজনীতির অনেক বহুরূপী আছে। যারা সাধারণ মানুষকে ভুল বুঝানোর চেষ্টা করে।

রাজ্য রাজনীতির প্রসঙ্গ টেনে বিধায়ক ভগবান দাস বলেন, ” এই রাজ্যের রাজনীতির অনেক বহুরূপী আছে। যারা সাধারণ মানুষকে ভুল বুঝানোর চেষ্টা করে। এবং প্রয়োজনে নিজেদের কায়েমী স্বার্থে বদল করে দল।”রাজনীতিকরা বলছেন, ভগবান দাস তাঁর এই বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে। সঙ্গে অবশ্যই আশীষ কুমার সাহাকে কারনই তাঁরাই নানান সময়ে দল ছেড়েছেন। তালিকায় অন্যরা থাকলেও ভগবান যে সুদীপ – আশীষকে টার্গেট করে একথা বলেছেন, এটা হলফ করেই বলা যায়। নেপথ্যেও রয়েছে কারণ। ইদানিং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকবার নাম না করে ভগবান দাসকে আক্রমণ করেছিলেন। ভাষণে বহুরূপী শব্দটি ব্যবহার করে প্রকারন্তে সুদীপের মিসাইলের জবাবে সুদর্শন চক্র ছাড়লেন ভগবান।


৫২ পরিবারের ২০৮ জন ভোটার বিজেপিতে।

এদিন ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা উত্তর অঞ্চলের সাংগঠনিক জেলার উদ্যোগে চড়িলাম মন্ডলের  বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় বিহার বিজয় সমাবেশ। তাতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতি  ত্রিপুরা ও প্রদেশ বিজেপি যুব মোর্চা সভাপতি সুশান্ত দেব,  সিপাহীজলা জেলা পরিষদের  সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, চড়িলাম মন্ডল সভাপতি তাপস দাস।
এই অনুষ্ঠানে ৫২ পরিবারের ২০৮ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন ভগবান দাস সহ উপস্থিত অন্যান্য নেতৃত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *