কৈলাসহর ডেস্ক,২৫ নভেম্বর।।
            বহু জল ঘোলার পর কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে থাকা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার।এদিন দুপুরে  পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটাভুটির মাধ্যমে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হন বিজেপি  পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী।
প্রসঙ্গত,  ১৩টি ওয়ার্ড বিশিষ্ট শ্রীনাথ পুর  পঞ্চায়েতে বিজেপি এককভাবে দখল করতে পারে নি। বিজেপির দখলে ছিলো ছয়টি ওয়ার্ড। চারটি কংগ্রেসের এবং তিনটি ছিলো সিপিআইএমের। বিজেপি সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও পঞ্চায়েত দখল করতে পারিনি।


সিপিএম ও কংগ্রেস যৌথভাবে দখল করে পঞ্চায়েত। কিন্তু বিগত কিছুদিন আগে বিজেপি ও সিপিএমের নির্বাচিত সদস্যরা কংগ্রেসের প্রধান সুভাষ দেবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাকে পদত্যাগ করতে বাধ্য করে। এরপর ফের শ্রীনাথপুর পঞ্চায়েতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে শাসক দল বিজেপির সঙ্গে হাত মেলায় বিরোধী দল সিপিআইএম। অর্থাৎ শ্রীনাথ পুরের গ্রাম রাজনীতিতে এখন বিজেপি – সিপিআইএম মিত্র শক্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *