ডেস্ক রিপোর্টার,১৫ জানুয়ারি।।
            আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি – মথার জোট নিয়ে ফের নতুন ক্যামেস্ট্রি! রাজ্যে এসেছেন নেডার চেয়ারম্যান হিমান্ত বিশ্ব শর্মা। তিনি করবেন ড্যামেজ কন্ট্রোল। সম্প্রতি আসন্ন এডিসি নির্বাচন নিয়ে বিজেপি – তিপ্রামথার মধ্যে বাড়ছে সংঘাত। মুখ্যমন্ত্রী নাম না করেই ঘুরিয়ে ফিরিয়ে আক্রমণ করছেন তিপ্রামথাকে। প্রকাশ্যে তিপ্রামথার বিরুদ্ধে সুর ছড়াচ্ছেন বিজেপির দুই জনজাতি নেতা রেবতী ত্রিপুরা ও বিপিন দেববর্মা। পিছিয়ে নেই মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর সহ তার পারিষদ বর্গ। তারাও সমান ভাবে আক্রমণ করছে বিজেপিকে। ইতিমধ্যে বিজেপি – মথা দুই রাজনৈতিক দলই ঘোষণা দিয়েছে আসন্ন এডিসি নির্বাচনে এককভাবে তারা লড়াই করবে।
    

Date: 15/01/2026=( ADVT/ICA/C- 3839/26)

রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, বিজেপি ও  তিপ্রামথার শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে বিরোধিতা করলেও উভয়েই চাইছে জোট হয়ে লড়াই করতে। আসন্ন এডিসি নির্বাচনে তারা সিপিআইএমকে কোনো জায়গা দিতে নারাজ। তাছাড়া বিজেপির দিল্লির সর্বভারতীয় নেতৃত্বও চাইছেন আসন্ন এডিসি নির্বাচনে মানিক সাহা – প্রদ্যুৎ কিশোর হাতে হাত ধরে চলে এক বলিষ্ঠ জোট রাজনীতির বার্তা দিতে। এই কারণেই বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা। তিনি বিজেপি – মথা উভয় দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবেন। এবং বের করবেন সমাধান সূত্র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *