ডেস্ক রিপোর্টার, ১লা জুলাই।।
     বিহার রাজনীতির প্রভাব রাজ্যেও।বিহারের বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে কংগ্রেস – আরজেডি নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বর্গীয় মা নিয়ে কটু মন্তব্য করেছিল। এই ঘটনার প্রতিবাদে প্রদেশ বিজেপির বিক্ষোভ মিছিল করে শহরে। সোমবার দুপুরে  ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মন্ডলের মিছিল জড়ো হয় শহরের জ্যকশন গেটে। সেখান থেকে সম্মিলিত ভাবে মিছিল আসে পোস্ট অফিস চৌমুহনিস্থিত কংগ্রেস ভবনের সামনে।
পোস্ট অফিস চৌমুহনীতে বিজেপি নেতৃত্ব কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারা বলেন, কংগ্রেসের কাছে এখন কিছু নেই। তাই তারা অত্যন্ত ন্যাক্কার জনক ভাবে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটু মন্তব্য করছে।
        প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিক্ষোভ সভায় ভাষণ দিতে গিয়ে বলেন, বিজেপি ভোট চুরি করে নি। ভোট চুরি করেছিলো কংগ্রেস। তিনি ১৯৯১ সালের নির্বাচনে কংগ্রেসের ভোট চুরির তথ্য তুলে ধরে প্রদেশ কংগ্রেসের নেতাদের কামান দাগান।তিনি বলেন, জওহর লাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, রাজীব থেকে সোনিয়া গান্ধী সবাই ভোট চুরি করেছেন।
      এদিনের এই বিক্ষোভ সভায় রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য সহ প্রদেশ বিজেপির প্রথম সারির অধিকাংশ নেতারা উপস্থিত ছিলেন।এদিনের বিজেপির মিছিল ও বিক্ষোভ সভা কেন্দ্র করে কংগ্রেস ভবন চত্বরে ছিলো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশে পুলিশে ছিলো ছয়লাপ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *