ডেস্ক রিপোর্টার,৪ ডিসেম্বর।।
দেশের বিভিন্ন সেক্টরে মালিকদের কাছে শ্রমিকদের সেবা দাস বানানোর জন্য ভারত সরকার শ্রম কোড চালু করেছে। এই শ্রম কোড সম্পূর্ণ ভাবে শ্রমিক বিরোধী। এই শ্রমিক কোড বাতিলের জন্য ঝাঁপিয়ে পড়েছে দেশের শ্রমিকরা। বৃহস্পতিবার আগরতলায় সিআই টি ইউ রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত মিছিলে একথা বলেছেন সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী মানিক দে।
এদিন শ্রম কোডের বিরোধিতা করে আগরতলার রাজপথে মিছিল করে বামেদের শ্রমিক সংগঠন সিআইটিইউ। এই মিছিলে সিআইটিইউ- র প্রথম সারির নেতারা রাস্তায় নামে। এবং সরব হন প্রতিবাদে। প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, চলতি বছরের ২১ নভেম্বর কেন্দ্রীয় সরকার শ্রম কোড কার্যকরী করার জন্য একটি খসড়া তৈরীর সিদ্ধান্ত নেয়। এই শ্রম কোড কোনো ভাবেই শ্রমিকদের পক্ষে যাবে না। তাই শ্রম কোড বাতিলের জন্য যা করার সবই করবে দেশের শ্রমিকরা।

এক দিকে শ্রম কোড চালু করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রম কোড সংক্রান্ত বিষয় নিয়ে মালিক – শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

