ডেস্ক রিপোর্টার,১৭ সেপ্টেম্বর।।
রাজ্যজুড়ে উৎসব আবহের মধ্যেই রাজনৈতিক সন্ত্রাস। শান্তিরবাজার এস ডি এম অফিসে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে আসা তিন সিপিআইএম নেতাকে হামলা করেছে দুষ্কৃতীরা। বাম নেতৃত্বের অভিযোগ হামলাকারীরা শাসক দল বিজেপির গুন্ডা বাহিনী। ঘটনা মঙ্গলবার রাতে। এই ঘটনা কেন্দ্র করে শান্তিরবাজার মহকুমা জুড়ে বিরাজ করছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। আহত তিন সিপিআইএম নেতার মধ্যে দুইজনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে।
মঙ্গলবার শান্তির বাজার মহকুমা অফিসে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন খোদ মহকুমা শাসক। এই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন স্থানীয় তিন সিপিআইএম নেতা। সর্বদলীয় বৈঠকে যাওয়ার সময় দুষ্কৃতীরা তিনজনকেই সঙ্ঘবদ্ধ ভাবে আক্রমণ করেছে তাতে গুরুতর জখম হয়েছেন বাম নেতারা। পরিস্থিতি বেগতিক দেখে ছুটে আসে পুলিশ। দ্রুত রক্তাক্ত অবস্থায় বাম নেতাদের উদ্ধার করে নিয়ে যায় শন্তিরবাজার হাসপাতালে। রাতেই সেখান থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় জিবি হাসপাতালে।
এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, বিজেপি এখন জন বর্জিত।তাদেরকে মানুষ গ্রহণ করছে না। অস্তিত্ব সঙ্কটে ভুগছে শাসক দল। এই আতঙ্ক থেকেই সর্ব দলীয় বৈঠকে যোগ দিতে আসা সিপিআইএম নেতাদের হামলা করেছে বিজেপির গুণ্ডা বাহিনী।
শান্তিরবাজারে সিপিআইএমের তিন নেতা আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে মুখ খোলেন প্রাক্তন মন্ত্রী সুধন দাস। তিনি ক্ষোভ প্রকাশ করে সারা রাজ্যজুড়ে চলছে এক অরাজকতা।আইনের শাসন বলতে কিছুই নেই।
কমিউনিস্ট নেতাদের বক্তব্য, এই মুহূর্তে রাজ্যে নেই কোনো ভোট। সাত – আট মাস পর ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার আগে ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে সর্ব দলীয় বৈঠক ডেকেছে মহকুমা শাসক। আর তাতেই আতকে উঠেছে গেরুয়া বাহিনী।
