ডেস্ক রিপোর্টার, ৮ জানুয়ারি।।
নিজের জন্মদিনে মিষ্টি ভাষায় নাম না করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তাঁর জন্মদিন উপলক্ষ্যে শহরের মেলারমাঠস্থিত কালী মন্দিরে পুজো দিতে এসেছিলেন। তখন সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ” সম্প্রতি আমি মনুতে কিছু সত্য কথা বলেছিলাম। তার প্রেক্ষিতে বিরোধী দলনেতা ( নাম না করে) আমার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি আমি অজ্ঞ, ইতিহাস জানি না।”
মুখ্যমন্ত্রীর বক্তব্য, আসলে আমি সবই জানি। এবং সত্য কথা বলেছি। তাতে ওরা লজ্জায় পড়ে গেছে। তাই মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি এসব কথা বলেছে। তবে আমি কিছু না বললেও, বিজেপি আইটি সেল উপযুক্ত জবাব দিয়েছে।
হেজামারাতে বিজেপির কর্মীদের উপর আক্রমণের ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ” আজ সকালে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর। কিন্তু আমি ওকে কিছু বলে নি। আইন – আইনের মতোই চলবে।অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি পুলিশকে।

