ডেস্ক রিপোর্টার,৯ অক্টোবর।।
                        লোকজনহীন সাইনবোর্ড সর্বস্ব প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে বিজেপির কর্মীদের হামলার প্রেক্ষিতে এনসিসি থানায় মামলা দায়ের করলো টিএমসি নেতৃত্ব।বৃহস্পতিবার সকালে বঙ্গ নেতাদের উপস্থিতিতে মামলা দায়ের করা হয়েছে। পশ্চিম জেলা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে মামলা দায়ের করেছেন তৃণমূল নেতৃত্ব।।
       তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, পুলিশের সামনেই প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে হামলা করেছে বিজেপির কর্মীরা।পুলিশের উচিত ছিলো তাদের বিরুদ্ধে স্বত: প্রণোদিত মামলা নেওয়া। কিন্তু পুলিশ তা করেনি। সুস্মিতা বলেন, দলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তারা ত্রিপুরায় এসেছেন। এবং দলের নেতা – কর্মীদের সুরক্ষা চাইছেন পুলিশের কাছে।
            রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা তৃণমূল কংগ্রেসের নাটক। আগামী বছরের শেষ লগ্নে রাজ্যে অনুষ্ঠিত হবে পুর নির্বাচন। এই নির্বাচনের আগে বাজার ধরতেই বঙ্গ থেকে আগমন ঘটেছে পরিযায়ী রাজনৈতিক পাখিদের।রাজ্যের আবেগ নিয়ে খেলাধুলা করে আবারো প্রতারক তৃণমুল চলে যাবে বাংলায়। অবশ্যই তৃণমূল কংগ্রেসের এই রহস্যময়ী খেলাতে ভোট রাজনীতির বাজারে পিছিয়ে পড়বে বিজেপি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *