সুদীপ বলেন, বিজেপি কোনো ভাবেই হিন্দুর রক্ষক না। তারা শুধু রাজনীতি বুঝে। তার জন্য হিন্দুকে ঢাল করেছে।সুদীপের বক্তব্য, শেষ প্রয়াগরাজে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর জগৎগুরু শংকরাচার্য কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। এই কারণেই যোগী আদিত্য নাথের পুলিশ শংকরাচার্য সহ সাধুদের মারধর করেছে।

ডেস্ক রিপোর্টার,২১ জানুয়ারি।।
             হিন্দু ও হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্য নাথের সাম্রাজ্য উত্তর প্রদেশে রাষ্ট্রীয় গুন্ডাদের হাতে আক্রান্ত হলেন জগৎগুরু শংকরাচার্য ও সাধু সন্ন্যাসী। এই ঘটনা দেশের সনাতনীদের জন্য লজ্জা। তারাই আবার নিজেদের হিন্দুর রক্ষক বলে দাবি করে থাকে।
           এই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে সরব হয়েছে কংগ্রেস। রাজ্যেও রাস্তায় নেমেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস রাজধানীতে প্রতিবাদ মিছিল করে।এবং প্রধানমন্ত্রী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের কুশ পুতুল দাহ করে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, এই ঘটনার ধিক্কার জানিয়ে বলেন, ” বিজেপি ভন্ড। তারা নিজেদের হিন্দুদের রক্ষক বলে দাবি করলেও তাদের শরীরে  ঔরঙ্গজেবের রক্ত বইছে।


সুদীপ বলেন, বিজেপি কোনো ভাবেই হিন্দুর রক্ষক না। তারা শুধু রাজনীতি বুঝে। তার জন্য হিন্দুকে ঢাল করেছে।সুদীপের বক্তব্য, শেষ প্রয়াগরাজে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর জগৎগুরু শংকরাচার্য কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। এই কারণেই যোগী আদিত্য নাথের পুলিশ শংকরাচার্য সহ সাধুদের মারধর করেছে।
      উত্তর প্রদেশের পুলিশের এই ন্যাক্কার জনক ঘটনার পর গোটা দেশ জুড়ে প্রশ্ন তুলছে সাধারন মানুষ। হিন্দুর পোস্টার বয় যোগী আদিত্য নাথ কি তাহলে একজন ভণ্ড সনাতনী? কোথায় আছেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও আর এস এস?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *