ডেস্ক রিপোর্টার,২৫ অগাষ্ট।।
        সদ্য সমাপ্ত রাজ্য সভা ও লোকসভা অধিবেশনে বিরোধীদের অসহযোগিতা নিয়ে সরব বিজেপি। তারা এই অধিবেশনগুলিতে দেশের মানুষের স্বার্থ বিনষ্ট করেছে।বলেছেন, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সোমবার কুশা ভাউ ভবনে ভাজপার সভাপতি রাজীব ভট্টাচার্য তথ্য তুলে ধরে বলেন, এবারের লোকসভা অধিবেশনে সময় ব্যয় হয়েছে,১২০ ঘণ্টা। কিন্তু কাজ হয়েছে মাত্র ৩৭ ঘণ্টা। একই অবস্থা রাজ্যসভাতে। রাজ্য সভায় কাজ হয়েছে মাত্র ৪১ ঘন্টা।
    প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিরোধীরা নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে সরব হয়েছে। তারা গেলো গেলো রব শুরু করেছে। বাস্তবে প্রকৃত ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর নিয়ে কথা বলতে গিয়ে বিরোধীরা অধিবেশনের ৫৩ ঘণ্টা ২১ মিনিট সময় নষ্ট করেছে।
    প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, উনিও রাজ্যের স্বার্থে বেশ কিছু প্রশ্ন রাজ্যসভায় উত্থাপন করার পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু বিরোধীদের বিরোধিতার কারণে তিনি সেই সময় পাননি।

।সাংবাদিক বৈঠকে রাজীব ভট্টাচার্য।

বিরোধীদের ভোট চুরির প্রসঙ্গ তুলে রাজীব ভট্টাচার্যের বক্তব্য, কংগ্রেস ধারাবাহিকভাবে ভোট চুরি করেছে। জহরলাল নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ,সোনিয়া গান্ধীরা কালে কালেই ভোট চুরি করেছেন।
         বিরোধীদের হট্ট গোলের মধ্যেও সরকার পক্ষ জন স্বার্থে রাজ্য সভায় ১৫টি এবং লোকসভায় ১২টি গুরুত্ব পূর্ন বিল পাস করিয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে রাজীব ভট্টাচার্য আপাদমস্তক বিরোধীদের তীব্র ভাবে আক্রমণ করেন।











Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *