ডেস্ক রিপোর্টার , আগরতলা।।
৯ জুলাই দেশব্যাপী বামপন্থী সংগঠনগুলির ভারত বনধ হাস্যকর। এই বনধ ডাকার কোনো যৌক্তিকতা নেই। মানুষকে বোকা বানাতেই বামেরা বনধ ডেকেছে। “- বক্তা রাজ্যের শাসক দল বিজেপির সহ- সভাপতিপাপিয়া ভট্টাচার্য। মঙ্গলবার প্রদেশ বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করেন।
পাপিয়া দত্ত বলেন, বামেরা উন্নয়ন বিরোধী।বারবার কমিউনিস্টরা তা প্রমাণ করেছে।তাদের জামানায় রাজ্যে বিশেষ কোনো উন্নয়ন হয় নি। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বামেরা রাজনীতি করছে। এটা আমজনতার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তাই মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিজেপি সরকারের জামানায় কোনো কোন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, তার খতিয়ান তুলে ধরেন পাপিয়া দত্ত।
বিজেপি নেত্রী পরিষ্কার ভাবে জানিয়ে দেন, বামেদের ডাকা ভারত বনধকে মান্যতা দেবে না রাজ্যের মানুষ। এদিন রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে। পাপিয়া দত্ত বলেন, বামেরা ধর্ম বিরোধী। তাই রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজার শেষ দিনে তারা ভারত বনধের ডাক দিয়েছে।
