ডেস্ক রিপোর্টার,৩১ অগাষ্ট।
বিহার রাজনীতির পারদ এখন তুঙ্গে। নেতারা অবতীর্ণ বাক যুদ্ধে। বিশেষ করে বিজেপি বনাম কংগ্রেস ও আরজেডি। তবে সর্শেষে রাজনৈতিক সৌজন্যতা ছড়িয়ে গিয়েছে কংগ্রেস – আরজেডি। এই দুই রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বর্গবাসী মাকে টেনে নিয়ে এসেছে। এটা অবশ্যই ভারতীয় রাজনীতির জন্য লজ্জা। এই ইস্যুতে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।শুক্রবার তিনি জানিয়েছেন, বিহারে রাজনৈতিক প্রচারে গিয়ে অত্যন্ত নগ্ন ভাবে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কংগ্রেস – আরজেডি আক্রমণ করেছে। এর আগে প্রধানমন্ত্রীকে চা-ওয়ালা বলে নানান ভাবে কটূক্তি করেছে বিরোধীরা।
মুখ্যমন্ত্রী এই জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আর জে ডি নেতা তেজস্বী যাদবকে দায়ী করেছেন। তিনি বলেন রাহুল – তেজস্বীরা তাদের কর্মী – সমর্থকদের উস্কে দিয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর স্বর্গবাসী মাকে নিয়ে বক্তব্যের জের ধরে তপ্ত বিহার। শুক্রবার পাটনায় কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকরা প্রকাশ্যে দলীয় ঝান্ডা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গোটা বিহার জুড়ে এখন টগবগ করছে রাজনৈতিক উত্তেজনা।

