মঙ্গলবার সকালে ৬- আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপির নেতারা হাজির হন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে।সেখানে তারা অভিনব কায়দায় শঙ্কর প্রসাদ দত্তের হাতে তুলে দিয়েছেন সঙ্কট মোচন হনুমানের ছবি এবং হনুমান চল্লিশা।
ডেস্ক রিপোর্টার, ১৫ জুলাই।। হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবতা সঙ্কট মোচন হনুমানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। অভিযোগ বিজেপি নেতৃত্বের। তাদের বক্তব্য, গত ১৩ জুলাই আগরতলার মুক্তধারা হলে একটি অনুষ্ঠানে বাম রাজনীতির বাহুবলী নেতা শঙ্কর প্রসাদ দত্ত পবন পুত্র হনুমানকে কুরুচিকর মন্তব্য করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন।হনুমানকে নিয়ে শঙ্কর প্রসাদ দত্তের করা মন্তব্যের জের ধরে উত্তাল আগরতলার রাজনীতি। মঙ্গলবার সকালে ৬- আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপির নেতারা হাজির হন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে।সেখানে তারা অভিনব কায়দায় শঙ্কর প্রসাদ দত্তের হাতে তুলে দিয়েছেন সঙ্কট মোচন হনুমানের ছবি এবং হনুমান চল্লিশা।বিজেপির নেতারা কমিউনিস্ট নেতা শঙ্কর প্রসাদ দত্তকে উপদেশ দিয়ে বলেছেন, “তাদের দেওয়া হনুমানের ছবি ঘরে রাখার জন্য এবং হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করার জন্য।” এই সময় শঙ্কর প্রসাদ দত্তের পাশেই ছিলেন তাঁর নারী নেত্রী স্ত্রী কৃষ্ণা রক্ষিত।
প্রাক্তন বাম সংসদ শংকর প্রসাদ দত্তের হাতে হনুমানের ফটো।( ছবি – নিজস্ব)
সকালের ৬- আগরতলার বিজেপি কর্মীদের এই পর্বের পর বিকালে বৃষ্টিস্নাত আগরতলায় মাঠে নামে বিজেপির যুব ব্রিগেড।
সকালের ৬- আগরতলার বিজেপি কর্মীদের এই পর্বের পর বিকালে বৃষ্টিস্নাত আগরতলায় মাঠে নামে বিজেপির যুব ব্রিগেড। যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবের নেতৃত্বে রাজপথে দীপ্ত মিছিল করে যুব মোর্চা। এই মিছিলে ছিলেন প্রদেশ বিজেপির সহ – সভাপতি পাপিয়া দত্ত।
কৃষ্ণনগরস্থিত বিজেপির পার্টি অফিস থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।শেষে মেলারমাঠ কালী মন্দিরের সামনে যুব মোর্চার নেতা – কর্মীরা জড়ো হয়। এখানে তারা হনুমান চল্লিশা পাঠ করেন। প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন, ” হিন্দু দেবদেবীদের অপমান করা কমিউনিস্টদের অভ্যাস। তা আবারও প্রমাণ করেছেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত।” বিধায়ক সুশান্তর বক্তব্য, শঙ্কর প্রসাদ দত্ত হনুমানকে কটু মন্তব্য করেছেন। এটা কোনো ভাবেই মানা যায় না। শংকর প্রসাদ দত্ত তাঁর বক্তব্যের মাধ্যমে হিন্দু ও হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। তাই যুবমোর্চার পক্ষ থেকে তিনি সিপিআইএমের প্রক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের গ্রেফতারের দাবি করছেন।
মেলারমাঠ কালী মন্দিরে হনুমান চল্লিশা পাঠের দৃশ্য।
এই আন্দোলন শুধুমাত্র একটা ট্রেইলার (Trailer)।
বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব স্পষ্ট ভাবেই বলেছেন, হিন্দু ধর্মের উপর আঘাত লাগলে বিজেপি বসে থাকবে না। ঝাঁপিয়ে পড়বে। মঙ্গলবার বিকালে বৃষ্টিস্নাত রাজধানীতে যুবমোর্চার এই আন্দোলন শুধুমাত্র একটা ট্রেইলার (Trailer)। আগামী দিনে আরও কিছু দেখা যাবে।