ডেস্ক রিপোর্টার, ১৮ এপ্রিল।।
কে হচ্ছেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? এই প্রশ্ন যখন সংগঠনের অলিন্দে চাগার দিচ্ছে, ঠিক তখনই দিল্লি সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সম্ভবত মুখ্যমন্ত্রীর দিল্লি সফরেই চূড়ান্ত হবে সভাপতির নাম। বিজেপি নেতৃত্ব বলছেন, দিল্লি থেকে সভাপতির নামের চিরকুট নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী।রাজ্যে এসে দেবেন ঘোষনা। তবে শুধু ত্রিপুরা নয়, আরো কয়েকটি রাজ্যের সভাপতিদের নাম।ঘোষণা করবে দিল্লি। সূত্রের খবর অনুযায়ী, ত্রিপুরা সহ বাদবাকি রাজ্যগুলির সভাপতিদের নাম এক সঙ্গেই ঘোষণা করবে বিজেপির সর্ব ভারতীয় নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গিয়ে সাক্ষাৎ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন) বি এল সন্তোষের সঙ্গে। দলের তিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের বিষয়টি মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে নিশ্চিত করেছেন।

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সমাজ মাধ্যমে লিখেছেন, রাজ্যের উন্নয়ন ইস্যুতে কথা বলেছেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তারপর তিনি সাক্ষাৎ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে।সাক্ষাৎকার কালে রাজ্যে বিভিন্ন বিভাগে সুপার স্পেশালিটি পরিষেবার উন্নতি সহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন এবং প্রয়োজনীয় সহায়তার জন্য অনুরোধ জানান। সর্ব ভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে তিনি সংগঠনের নানান বিষয় নিয়ে কথা বলেন।
বিজেপি সূত্রের খবর, তিন নেতার সঙ্গেই প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতির নাম নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে প্রদেশ সভাপতির দৌঁড়ে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিধায়ক ভগবান দাস, প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য্য, পাপিয়া দত্ত ও সাধারন সম্পাদক অমিত রক্ষিত। তাদের মধ্যেই যেকোনো একজন বসবেন পরবর্তী চেয়ারে। তবে কে বসবেন তা এখনো চূড়ান্ত হয় নি।মুখ্যমন্ত্রীর দিল্লি সফরেই চিত্র পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
#tripura #agartala #politics #bjp #jm