ডেস্ক রিপোর্টার, ৪ জুলাই।।
ছন্দে ফিরলো লামডিং–বদরপুর রুটে ট্রেন চলাচল। স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যাতে ভূমি ধসের কারণে এই রুটে বন্ধ হয়ে গিয়েছিলো ট্রেন চলাচল। শেষ পর্যন্ত শুক্রবার সকাল নয়টা নাগাদ এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। লোকমান্য তিলক এক্সপ্রেস প্রথম ট্রেন হিসেবে এই পথ অতিক্রম করে। দিহাখো ও মুপা স্টেশনের মাঝামাঝি রাস্তায় আছড়ে পড়া ভূমি ধস ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায়। সঙ্গে সঙ্গে উত্তর – পূর্ব সীমান্ত রেলের কর্মীরা রাস্তার ধস সরানোর কাজে লেগে যায়। রাত ভর চলে কাজ। শেষ পর্যন্ত এদিন সকালে রেল কর্মীরা পুরোপুরি ভাবে ভূমি ধস পরিষ্কারের পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।রাতে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে গুয়াহাটি,লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনগুলোতে হেল্প ডেস্ক বাসানো হয়েছিলো। ভূমি ধসের কারনে সংশ্লিষ্ট রুটে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী ট্রেন নানান স্টেশনে দাঁড়িয়ে ছিলো। সেই সমস্ত ট্রেন নির্ধারিত সূচি অনুযায়ী যাত্রা শুরু করেছে।