ডেস্ক রিপোর্টার,১২ ডিসেম্বর।।
অবশেষে স্বপ্ন পূরণের সামনে দাঁড়িয়ে আছেন ত্রিপুরার রঞ্জি দলের অধিনায়ক মণিশঙ্কর মুড়া সিং। রাজ্যের সর্ব কালের সেরা অলরাউন্ডারটিকে ২৬- র আইপিএলের নিলামের বৃত্তে রেখেছে বিসিসিআই। তাঁর তার বেইস প্রাইজ ৩০ লক্ষ টাকা। মণিশঙ্কর মুড়া সিংয়ের এই সাফল্যে খুশি রাজ্যে ক্রীড়া প্রেমীরা। মনিশঙ্কর মুড়া সিংয়ের গায়ে কোন দলের জার্সি গায়ে লাগবে? এবং আইপিএলে কবে হবে তাঁর অভিষেক ম্যাচ? তাঁকিয়ে আছে গোটা রাজ্য।
মনিশঙ্কর মুড়া সিংয়ের এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, মনি শঙ্কর যদি কোনো টিম থেকে খেলতে পারে,তাহলে ত্রিপুরার চল্লিশ লক্ষ মানুষ খুশী হবে। খেলাধুলার প্রতি উৎসাহিত হবে যুব সম্প্রদায়। তিনি আশাবাদী মনি শঙ্করকে আইপিএলে খেলতে দেখতে পাবে রাজ্যের মানুষ। এটাই এখন কোটি টাকার প্রশ্ন। মনি শঙ্কর টিম পাবে তো? রাজ্যের মানুষের আশীর্বাদ ও ভালবাসা আছে মনির পাশে। ত্রিপুরার সর্বকালের এই অলরাউন্ডার আইপিএলে দল পাবে এবং করবে দুর্দান্ত পারফরম্যান্স। তাঁর উপর এতোটাই বিশ্বাস রাজ্যের মানুষের।

