স্পোর্টস ডেস্ক, ১৬ ডিসেম্বর ।।
পেশাদার ক্রিকেটে এবছরও পা রাখতে পারলো না ত্রিপুরা। ভাঙলো রাজ্যবাসীর মন। ত্রিপুরার দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আই পি এলের অকশনে নাম উঠেছিলো প্রতিভাবান অল রাউন্ডার মনি শংকর মুড়া সিং এর নাম। দুবছর আগে অমিত আলীর নামও উঠেছিল অকশনে। মঙ্গলবার দুবাই এ আই পি এল অকশনের দিকে নজর ছিল ত্রিপুরাবাসীর। বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই সকালের নজর ছিল টি ভি – র পর্দায়। সোশ্যাল মিডিয়ায় মনি শঙ্করকে নিয়ে ছিল তোলপাড়। ৩৫১ নম্বরে ছিলো রাজ্যের সর্ব কালের সেরা অলরাউন্ডার মনি শঙ্করের নাম। ৩০ লাখ টাকা দর উঠেছিলো। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি কিনতে ইচ্ছুক হয়নি রাজ্যের গর্ব এই ক্রিকেটারটিকে। ফলে এবারও হতাশ হতে হয় রাজ্যের ক্রিকেটপ্রেমীদের। হতাশ মনি শংকরও। তবে ভেঙে পড়তে নারাজ ত্রিপুরা রঞ্জি দলের অধিনায়কটি। পেশাদার ক্রিকেটে খেলার সুযোগ না পেলেও রাজ্যের হয়ে আরও রান এবং উইকেট নিতে বদ্ধপরিকর মনি।

