স্পোর্টস ডেস্ক , ২৫ এপ্রিল।।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো শক্তিশালী উদয়পুর মহকুমা। রাজ্য অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে। শুক্রবার উদয়পুর মহকুমা ৬ উইকেটে পরাজিত করে সাব্রুম মহকুমাকে। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোমদেব শীলের দুরন্ত বোলিংয়ে জয় পায় উদয়পুর মহকুমা। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে সাব্রুম মহকুমা ১০৬ রান করে। দলের পক্ষে সুরজ বণিক ৮৭ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ৩১ এবং পিটার ত্রিপুরা ৫১ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি।

দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। উদয়পুর মহকুমার পক্ষে সোমদেব শীল ১৯ রানে ৪টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে উদয়পুর মহকুমা ২৫.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে জ্যোতিরাদিত্য মজুমদার ৬৬ বল খেলে আটটি বাউন্ডারির সাহায্যে ৪১, সুরজিৎ দেবনাথ ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং শ্রীশান্ত দাস ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে।দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। সাব্রুমের পক্ষে অনুপ নাথ ৩৪ রানে ২ টি উইকেট দখল করে।
#Tripura #sports #cricket #udaipur #jm