স্পোর্টস ডেস্ক, ১নভেম্বর।।
         আগরতলার এমবিবি স্টেডিয়ামে শনিবার শক্তিশালী বাংলার বিরুদ্ধে মুখোমুখি হলো ত্রিপুরা। বাংলা প্রথমে ব্যাট করতে নেমে কাজী জুমেদের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কাজীকে শূন্য রানে সাজঘরে পাঠিয়ে দেয় ত্রিপুরার পেসার অভিজিৎ সরকার। এরপর অবশ্যই বাংলাকে আর পেছনে তাকাতে হয় নি।দলের দুই ব্যাটার সুদীপ কুমার ও হাবিব গান্ধী ত্রিপুরার বোলারদের শক্ত হাতে দমন করেন।দিনের শেষে হাবিব ৮২ রান ও সুদীপ কুমার ৭০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত প্রথম দিনে বাংলা এক উইকেট হারিয়ে স্কোর বর্ডে সংগ্রহ করে ১৭১ রান। ত্রিপুরার বোলারা বহু চেষ্টা করেও সুদীপ – হাবিবের উইকেট ভাঙতে পারে নি।
       বাংলার দুই ব্যাটসম্যান চাইবেন ম্যাচের দ্বিতীয় দিনে রবিবাসরীয় দুপুরের মধ্যেই নিজেদের সেঞ্চুরি করে নিতে। অবশ্যই ম্যাচ শুরু প্রথম এক ঘণ্টা সুদীপ – হাবিবের জন্য গুরুত্ব পূর্ণ। ত্রিপুরার বোলাররা চাইবেন এই জুটি ভেঙে দিয়ে বাংলাকে কম রানে বেঁধে রাখতে। ম্যাচের প্রথম দিনে খেলা হয়েছে ৬০ ওভার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *