স্পোর্টস ডেস্ক, ১জুলাই।।
জয় ফিরল বীরেন্দ্র ক্লাব। আপাতত ১২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। মঙ্গলবার সন্ধ্যায় বীরেন্দ্র ক্লাব পরাজিত করে স্কাইলার্ক ক্লাবকে। ৩-০ গোলে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘ সোনার তরী ‘ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে এদিন অনুষ্ঠিত হয় ম্যাচটি। এদিন খেলার শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। বল দখলের লড়াইয়ে স্কাইলার্ক ক্লাবের ফুটবলারদের ছাপিয়ে গেছেন ইন্দ্রজিৎ সূত্রধরের ছেলেরা। প্রথম গোল পেতে দলকে অপেক্ষা করতে হয় মাত্র ১৬ মিনিট। বীরেন্দ্র ক্লাবের হয়ে গোলটি করেন লাল থানপুইয়া। ২১ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন লাল থানপুইয়া। প্রথমার্ধের পর দ্বিতীয়ার ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে দেবরাজ জমাতিয়া বীরেন্দ্র ক্লাবের জয় নিশ্চিত করে দেন। ম্যাচটি পরিচালনা করেন তাপস দেবনাথ।