স্পোর্টস ডেস্ক,২৭ জুলাই।।
বুলেটসে ঝাঝরা লালবাহাদুর ব্যায়ামাগার। মরশুমের দ্বিতীয় সাক্ষাৎকারেও পরাজিত হলো লাল-হলুদ দল। মূলত: বুলেটসের ফুটবলারদের গতির কাছেই পরাজিত হতে হলো লালবাহাদুর ব্যায়ামাগারকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে নাইন বুলেটস কার্যত বিধ্বস্ত করে লালবাহাদুর ব্যায়ামাগারকে। ম্যাচের শুরু থেকে বুলটসের একঝঁাক তরুণ ফুটবলারদের গতির সামনেই কিছুটা পিছিয়ে পড়তে লক্ষ্য করা গেছে সমরজিৎ দেববর্মা-র ছেলেদের। তবে প্রথম গোল পেতে বুলটসকে অপেক্ষা করতে হয় ৭ মিনিট। মাঝমাঠ থেকে দুরন্ত গতিতে বল নিয়ে বিপক্ষের বক্সে ঢুকে বুলেটসকে এগিয়ে দেন রাজদান সিনহা। শুরুতেই গৌওল হজম করার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেন লাল বাহাদুরের ফুটবলাররা। শুরু হয় পাল্টা আক্রমণ। বেশ কয়েকটি পজেটিভ আক্রমণ করলেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় সমতা ফেরাতে পারেননি রিচার্ড ত্রিপুরা-রা। বিরতির পর আবার ঝটিকা আক্রমণে যায় নাইন বুলেটস। এতে আসে সফলতা। ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে লাল বাহাদুরের রক্ষণভাগ। ৬০ মিনিটে জোয়ালা ব্যবধান বাড়ান। ৭৮ মিনিটে মনিষ দেববর্মা ব্যবধান আরও বাড়ান। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে জোয়ালা দলের পক্ষে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত ৪-০ গোলে জয়লাভ করে নাইন বুলেটস ক্লাব। রেফারি তাপস দেবনাথ ম্যাচকে নিয়ন্ত্রনে রাখতে দুদলের চারজন ফুটবলারকে হলুদ কার্ড দেখান।
