স্পোর্টস ডেস্ক,২৯ অক্টোবর।।
দেশকে জীবনের প্রথম পদক এনে দেওয়ার পথে ত্রিপুরার জুডোকার তানিয়া দেব। দেশের হয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে। সকলকে চমক দিয়ে ইতিমধ্যে পৌঁছে গেছে সেমি ফাইনালে। বেহরানে অনুষ্ঠিত ইয়ুথ এশিয়ান গেমস জুডো আসরে। প্রতিযোগিতায় ৪৮ কে জি বিভাগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের এই জুডোকারটি। কোয়ার্টার ফাইনালে মোঙ্গালিয়ার জুডোকারের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে জয় পায় সে। ২০২১ সাল থেকে এন আই এস কোচ ড: মিহির শিলের কাছে জুডোতে হাতে খড়ি ওই সোনার মেয়েটির। ছাত্রীর পদক জয় পাওয়া নিয়ে নিশ্চিত কোচও।

