স্পোর্টস ডেস্ক,২৯ জুন।।
            মরশুমে সাফল্য কামনায় ‘‌বারপূজো’‌ দিলো লালবাহাদুর ব্যায়ামাগার এবং নাইন বুলেটস ক্লাব। শুক্রবার রথযাত্রা দিনে সকালে । বার পুজো দিলেও এখনই অনুশীলনের নামছে না ওই দুই ক্লাব। জানা গেছে ৬ জুলাই থেকে অনুশীলন নামবে লালবাহাদুর ব্যায়ামাগার। এদিন সকালে প্রাক্তন জেল মাঠে (‌ক্ষুদিরাম বসু স্কুল মাঠ)‌অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাল বাহাদুর ব্যায়ামাগারের ‘‌বারপুজো’‌। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রণব সরকার, সচিব অমল দেববর্মা, ক্রীড়া কমিটির দায়িত্বে থাকা মনি সাহা, বিট্টু দেববর্মা, দেবু সাহা প্রমূখ। জানা গেছে স্থানীয় ফুটবলারদের পাশাপাশি এবছর মিজোরাম, মনিপুর, কেরল এবং কালিংপঙ-‌এর ফুটবলার রয়েছে লাল বাহাদূর ব্যায়ামাগার দলে। ক্লাব সভাপতি প্রণব সরকার বলেন, আমাদের এবার লক্ষ্য খেতাব জয় করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই গড়া হয়েছে দল। আশা করি এ বছর ছেলেরা হতাশ করবে না। ক্লাবকে সাফল্য এনে দেবেএ। ক্লাব সচিব অমল দেববর্মা বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই। আমাদের লক্ষ্য একটাই, রাজ্যের ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া। তা মাথায় রেখেই গড়া হয়েছে দল। আশা করি লাল হলুদ জার্সি পরে আমাদের ক্লাবের ফুটবলাররা রাজ্যের ফুটবলপ্রেমীদের মন জয় করে নেবেই। প্রায় কুড়ি লাখ টাকা বাজেটে এ বছর দল ঘোরা হয়েছে। দলের কোচিং এর দায়িত্বে থাকবেন সম্ভবত সমরজিৎ দেববর্মা। এছাড়া সহকারি কোচ হিসাবে থাকবেন খোকন সাহা। এদিকে নাইন বুলেট ক্লাব ভালো দল গড়েছে বলে ক্লাব কর্তাদের অভিমত। এদিন সকালে স্বামী বিবেকানন্দ ময়দানে ‘‌বারপূজো’ দে বুলেটস কর্তারা। ‌মনিপুর, মিজোরাম এবং পশ্চিম বাংলার এক ঝাঁক ফুটবলার এবার বুলেটসের জার্সি গায়ে মাঠে নামবেন। ওই ক্লাবের কর্তাদের লক্ষ্য এবার শিরোপা দখল করা। নাইন বুলের সূত্রে এই খবর জানা যায়। এবছর দলের কোচের দায়িত্বে থাকবেন রাজীব ঘোষ। ২ জুলাই থেকে অনুশীলন শুরু করার পরিকল্পনা ছিলো বুলেটসের। কিন্তু ট্রেন লাইনে ধ্বস পরায় এখন ভিনরাজ্যের ফুটবলাররা কবে আসতে পারবে তা নিয়ে দুশ্চিন্তায় বুলেটস কর্তারা বলে জানা গেছে।  ‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *