স্পোর্টস ডেস্ক,১৫ জুন।।
দুরন্ত ফুটবল। লাল সাদা দলের ফুটবলারদের। লাল হলুদের দাপটকে চূর্ণ করে সেমিফাইনালে উঠলো নাইন বুলেট ক্লাব। ১৮ জুলাই ফাইনালে যাওয়ার লড়াইয়ে নাইন বুলেট ক্লাব মুখোমুখি হবে অপর শক্তিশালী দল ফরোয়ার্ড ক্লাবের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায়। মঙ্গলবার উমাকান্ত মিনি স্ট্রেডিয়ামে মূলত তারুণ্যের ঝড়ের কাছে হার মানতে হলো লাল বাহাদুর বেয়ামাকার কে । উমাকান্ত মিনি স্টেডিয়ামে নাইন বলেছে তরুণ ফুটবলারদের গতির কাছেই কার্যত কিছুটা পিছিয়ে পড়েছিল সমরজিৎ দেববর্মার লাল বাহাদুর ব্যায়ামাগার। যে ফুটবল দিন রাজিব ঘোষের ছেলেরা উপহার দিলেন তাতে কপালে ভাজ ফরোয়ার্ড কোচেরও। ৪-১ গোলে জয় পেলেও ঐদিন আরো ব্যবধান বাড়াতে পারতো নাইন বুলেটস। একটি ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় অফসাইড। অপর দুটি ক্ষেত্রে আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতা। ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমাত্মক ফুটবল খেলতে থাকেন নাইন বুলেটসের তরুণ ব্রিগেড।

প্রথম গোল পেতে দলকে অপেক্ষা করতে হয় মাত্র ১০ মিনিট। ভান লাল রোম সাঙ্গার গোলে এগিয়ে যায় বুলেটস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলকে। ২৮ মিনিটে জোয়ালা ব্যবধান বাড়ান। ম্যাচে ফেরার জন্য লালবাহাদুরের ফুটবলাররা পাল্টা আক্রমণ করলেও জান নাড়াতে ব্যর্থ হয়েছেন। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সাঙ্গা। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করে নাইন বুলেটসের জয় নিশ্চিত করে দেন জোয়ালা। ম্যাচের ইনজুরি টাইমে লাল বাহাদুর হয়ে সান্তনা-সুচক গোলটি করেন রিচার্ড। ম্যাচটি পরিচালনা করেন ধনেশ শাহ।